ঢাকায় রাশিয়ান হাউস এবং বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএএ) সহযোগিতায় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এস ইউ বি) এর ধানমন্ডি ক্যাম্পাসে এক সেমিনারের মধ্য দিয়ে আন্তর্জাতিক মানব মহাকাশ ফ্লাইট দিবস পালিত হলো।
মিঃ ম্যাক্সিম দোব্রোখোতভ ইউরি গ্যাগারিনের শৈশব, পেশাগত জীবন এবং তার ঐতিহাসিক মহাকাশ উড্ডয়ন, সেইসাথে রাশিয়ান মহাকাশ কর্মসূচির ইতিহাস এবং এই ক্ষেত্রে বিশ্বব্যাপী অগ্রগতির উপর এর প্রভাব সম্পর্কে তার আলোচনায় বিস্তারিত তুলে ধরেন।
বিএএ সভাপতি জিকরুল আহসান অনুষ্ঠানে বলেন, ২০১৮ সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করা হয়েছিল। রাশিয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ সেবা কোম্পানি গ্লাভকসমসের সঙ্গে একটি সমঝোতা স্মারকের মাধ্যমে স্যাটেলাইট বঙ্গবন্ধু-২-এর প্রক্রিয়া শুরু হয়েছিল, তাই তিনি বাংলাদেশের মহাকাশ যাত্রার আশা প্রকাশ করেন। ২০২৫ সালে রাশিয়ার সক্রিয় সহযোগিতার সাথে এবং এই বিষয়ে রাশিয়ান হাউসের সক্রিয় ভূমিকা প্রত্যাশিত।
সেমিনার শেষে ঢাকার রাশিয়ান হাউজের উদ্যোগে ‘ইউরি গাগারিন, ওয়ার্ল্ডস ফার্স্ট স্পেস ম্যান (১৯৬১)’ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।